প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা (Priyo manush ke niye kichu koster kotha)
সবাই তো ভালোবাসা চায়, কিন্তু সবাই কি পায়? হ্যাঁ বন্ধু! আজকে প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা এবং অব্যক্ত বেদনার উক্তিগুলো তোমার সাথে শেয়ার করব। বয়স ১৫ থেকে ২৫, কারো জীবনে একবার হলেও প্রেম ভালোবাসা জেগে উঠেনি এটা অসম্ভব! তবে সবাই যে নিজের জীবনকে প্রাণ উজ্জ্বল করতে একজন সঠিক মানুষের সন্ধান পেয়েছে, সেটা কিন্তু বলা মুশকিল। তাইতো কবি বলেছেনঃ সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় আবার কেউ পায় না। আবার কে হইতো ভালোবাসার মানুষটাকে তার জীবনে পাওয়ার পরেও ভাগ্যের পরিহাসে হারিয়ে ফেলে।
আজকাল দৈনিক পত্রিকার পাতায় চোখ বুলালেই – একটা বিচ্ছেদের ঘটনা তো দেখা যায়। আবার একসাথে জীবন যুদ্ধ লড়াই করে বেঁচে থাকার প্রেমিক প্রেমিকার জীবনীও মাঝেমধ্যে আমাদেরকে ভবিষ্যৎ সুন্দর জীবনের এক লোভনীয় সম্ভাবনার প্রতি উৎসাহিত করে। আসলে মানুষের জীবন চক্রটাই এরকমই মনে হয়! তাইতো গায়ক বলেছেন সবাই তো ভালোবাসা চায়; কেউ পায় আবার কেউবা হারায়। তো পাওয়া না পাওয়ার মধ্যে বিশাল একটা তফাৎ সময়ের সাথে সাথে বেড়ে যায়; সেরকমই কিছু বিষাদময়ী অব্যক্ত হৃদয়ের বাণী ও প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা শেয়ার করছি তোমার সাথে। চলো জেনে নেই –
প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা
প্রিয়তমা, জানু আমার! সত্যি অনেক ভালোবাসি তোমায়…। যেই তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগেনা, সেই তুমি বারবার আমাকে কষ্ট দাও… অবহেলা করো। তুমি জানো যে –
“ তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ খারাপ লাগে; তোমার সাথে কথা না বললে, দম আটকে মারা যাবার উপক্রম হয় আমার। কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবাসি। তবুও কেন তুমি রাগ করে আমার সাথে কথা বলছো না? প্লিজ আমাকে মাফ করে দাও, আবার আমার সাথে কথা বলো! আমার লক্ষী সোনা, টিয়া পাখি।”
জানো? আমার কিছু কথা আছে, তোমাকে বলার জন্য। আমার কিছু দুঃখ আছে, দুজনে একসাথে শেয়ার করার জন্য। আর সেই সাথে তুমি আমার থেকো, সবসময় আমার জন্য।
কোথায় যেন পড়েছিলামঃ প্রাণবন্ত হয়ে মন থেকে কিছু চাইলে, তা সত্যিই পাওয়া যায়। তাহলে কি আমার চাওয়ায় কোন কমতি ছিল? যদি তাই না হতো, তাহলে আমার প্রিয় মানুষটি কেন আমাকে ছেড়ে চলে গেল অজানার দেশে??
কোন এক উপন্যাসে পড়েছিলাম: মানুষের জীবনে তাদের প্রিয় মানুষের কাছ থেকেই সবচেয়ে বড় আঘাত টা আসে। আর এই কষ্টটা সারাটি জীবন হৃদয়ে দাগ কেটে যায়, যা যেকোনো মানুষকে জীবিত থেকেও জীবন্ত লাশের মত মৃত বানিয়ে রাখে। আমি আজ এই কথাগুলোর সত্যিকারের বাস্তবতা অনুভব করছি।
তাই তোমাকেই বলছি প্রিয়! সুসময়ে ও দুঃসময়ে প্রিয়জনকে সর্বদা আগলে রাখতে শিখো। কারণ কিছু মানুষ জীবনে, বারবার আসে না…।
কারণ মনে রেখো: ভালোবাসাবাসিটা যত বড়, সুখের স্বপ্নময়ী চাওয়া পাওয়াটা যত বড়। আমাদের জীবনটা কিন্তু ঠিক ততটা বড় নয়…। কিন্তু প্রিয়তমা! তুমি কাছে থাকলে তোমায় হাজার বছর ভালবাসতে ইচ্ছে হয়।
তোমার সাথে আমার নিয়মিত কথা হোক বা না হোক। শুধু একটাই কথা মনে রাখবে: তুমি আমার জীবনের সবথেকে প্রিয় মানুষ ছিলে, আছে এবং সারাটি জীবনভরে থাকবে।
প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা
👨❤️👨 আমি জানি যে তোমার জন্য আমি পারফেক্ট নই! ইচ্ছে না থাকা সত্ত্বেও, নিজের অজান্তে বারবার তোমাকে অনেক কষ্ট দেই, অকারনে ডিপ্রেশন দেই! আমি জানি তোমার অনেক কষ্ট হয়, কিন্তু বিশ্বাস কর তোমাকে আমি অনেক ভালবাসি। 👩❤️👨
😢 হয়তো বা কিছু দীর্ঘশ্বাস এই বুকে মৃদুভাবে জমা হয়ে উঠবে, কিছু অস্ত্র চোখের কোনায় শীতল হয়ে বয়ে পড়বে, কিন্তু এই চোখের শিশির তুল্য অশ্রু কণা তুমি কভূ দেখতে পাবে না। 😥
😭 প্রিয়! কষ্ট নেবে কষ্ট? আছে হরে এক রকমের কষ্ট! কষ্ট নেবে কেউ কষ্ট? লাল, নীল, রঙিন রঙের কষ্ট। পাথর চাপা সবুজ ঘাসের উজ্জ্বল সাদা কষ্ট! আলোর মাঝে আধারের কষ্ট; এক বুক ভরা কষ্ট আছে! নিবে কি কেউ সেই কষ্ট?” 😥
আমার নিজের কিছু কষ্টের কথা, জীবন নিয়ে না বলা স্ট্যাটাস (Nijer Kicho Koshter Kotha)। যা কখনও কাউকে বলা হয়নি। আজ বললাম, পরিস্থিতিতে পড়ার ফলে।
😞 শুনেছি সুখী হওয়ার জন্য জীবনে কষ্ট করতে হয়, কষ্টের পরেই আসে এক মহাসমুদ্র সমান সুখ। তোমাকে নিয়ে সুখে থাকার জন্য তাই সবটুকু কষ্ট নিজেই বহন করেছিলাম। হায় আফসোস! শুধু কষ্ট গুলোই আমাকে দিয়ে গেলে, আর সুখ গুলো তোমার জীবন তরীতে বইয়ে নিয়ে চলে গেলে। কি আর করার বলো? কষ্টগুলো না হয় আমিই ধারণ করলাম; আর তুমি হ্যাপি থেকো, জীবনে সুখী থেকো। 😢
😭 আমিও হেরে গেছি, ব্যর্থতার গ্লানিতে কাঁপিয়ে জীবন্ত লাশের মত বেঁচে থাকা এক শ্রেণীর মানুষের মতো। হেরে গেছি আমার প্রিয় মানুষটার কাছে, ভালোবাসার কাছে। 😢
প্রিয় মানুষকে নিয়ে কিছু caption
স্বার্থপর এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি – ভাগ্যের পরিহাসে সেই আমার দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। হায় কি দুর্ভাগ্য আমার।
কোন এক গুরুজন বলেছিল: মানুষের কষ্ট দেখাটাও এক ধরণের কষ্টের কাজ! কিন্তু তোমায় ভালোবাসার পর থেকে কথাটা মিথ্যা মনে হচ্ছে। কারণ আমার কষ্টে তুমি ব্যথিত না হয়ে, বিপরীত তালে আনন্দ পাও বেশি। হয়তোবা আমায় ভালোবাসো না, অথবা ছলনার জালে বাঁধতে চাইছো আমায়।
তুমি আমার জীবনের একটি গোপন রহস্য জানতে চেয়েছিলে, তাই না? শোনো তাহলে: আমার জীবনের সবচেয়ে রহস্যময়ী কঠিন মুহূর্ত হচ্ছেঃ ভালোবাসার ছলনা করে, তোমার অজান্তেই আমাকে এতটাই কষ্ট দিয়েছো যে, যা সীমানা অতিক্রম করেছে। পক্ষান্তরে তোমাকে আমি পাগলের মত এতটাই ভালবাসি যে, তোমার কাছ থেকে আশা প্রতিটি আঘাত প্রাপ্ত কথা ও কষ্টগুলোকে হজম করে তোমার সামনে হাসিখুশি থাকার অভিনয় করি প্রতিনিয়ত।”
রাজার যেমন রানী থাকে, তেমনি তুমি হচ্ছো: আমার হৃদয়ের রানী। জানি তোমাকে আমি কোন এক অরণ্য সমান রাজ্য দিতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে তোমার কদর ও গুরুত্ব রানীর চাইতেও বেশি। মহা সাম্রাজ্যের চেয়েও এক বিশাল ভালোবাসার হৃদয় দিতে পারব তোমায়। “আই লাভ ইউ” ❤️🔥।
প্রিয় মানুষের উদ্দেশ্যে মনের কিছু কষ্টের কথা
যদি চলে যেতে চাও, সোজা মুখে বলে এক্ষনি চলে যাও! আমি এই অবলা প্রেমিক পথ হব তোমার চরণের তলে, তুমি রবে বহু দূরে! তবুও তোমাকে না ছুয়েও ছুইব স্বপ্নের মাঝে।
যখনই একা থাকতে অভ্যস্ত হয়ে যায়, ঠিক পর মুহূর্তেই আল্লাহ তাআলা আমার ভাগ্যে কিছু মানুষের সন্ধান দিয়ে দেয়। সময়ের বিবর্তনে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার স্বপ্ন গুনতে থাকি, ঠিক তখনই আমায় একা রেখে সবাই চলে যায়। প্রিয়তমা তুমিও ছেড়ে গেলে আমায়…।
আজ আমার মনে হচ্ছে কি জানো, তুমি আমার আপন সেজে ছিলে। কিন্তু আপন হওনি! সবই ছিল তোমার ছলনাময়ী অভিনয়।
যদি আজকে আমি হারিয়ে যাই, তবু আমার ভয় নেই। কারণ এখন থেকে আমাকে খোঁজার মতো কোনো মানুষ নাই। এক সমুদ্র কষ্টের মাঝে হাবুডুবু খেলেও, আমার জীবনে কিছু যায় আসে না। কারণ আজ থেকে আমাকে বুঝার মত কেউ নেই।
মানুষ কি সত্যিই যাকে সবচেয়ে বেশি ভালবাসে তাকে কষ্ট দেয়?
বিশেষজ্ঞদের মতে, মানুষ যাকে সত্যিকার অর্থে ভালবাসে; নিজের অজান্তেই তাকে বহুবার কষ্টের মধ্যে নিক্ষেপ করে থাকে। সম্পর্কের মাঝে উভয়কেই সতর্ক থাকতে হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধা নিবেদনময়ী ও যত্নশীল হতে হবে। মনে রাখবে, কারো হাতে হাত রেখে “I Love You” (তোমাকে ভালোবাসি) বলাটা যতটাই সহজ; আমৃত্যু জীবনভর সেই হাতে হাত রেখে একসাথে পথ চলা ততটাই কঠিন।
পড়ুনঃ অনুভূতি নিয়ে কিছু কথা, হৃদয়ে জমে থাকা কষ্টের স্মৃতি প্রকাশ করলাম।
তবে সত্যি সত্যি যে প্রিয় মানুষ হয়ে ওঠে, সে কখনো তোমার জীবন থেকে চলে যাওয়ার কথা ভাববে না। তোমারও তার জীবন থেকে দূরে চলে যাওয়া তখনই সম্ভব হবে না, হয়তোবা তার মায়ার পিছুটানে, তার হাসিমাখা মুখের বদনে, অথবা স্বপ্নের সেই সোনালী কাতর দিন গুরুর স্মৃতিগুলো বার বার তার দিকে তোমাকে নিয়ে যাবে। যাইহোক না কেন! সবার ভাগ্য গুণ তো আর একরকম না, হয়তোবা তুমি কিংবা আমি এক অবাক ও যন্ত্রণায় ছিলাম: তাই তোমার সাথে প্রিয় মানুষটি নিয়ে কিছু কষ্টের কথা শেয়ার করলাম। আমার কথাগুলো তো শুনলে; তো এবার তোমার মনের যত না বলা কথা রয়েছে, তা কমেন্টে বলে যাও।