Quotes

বিবেক নিয়ে উক্তি, বিবেকের ব্যবহার পরিবর্তন নিয়ে বাণী (Bibek Niye Ukti)

পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক! সেই বিবেক নিয়ে উক্তি ও মূল্যবান কিছু কথা বলব আজকের এপিসোডে। সেই সাথে থাকবে বিবেকের ব্যবহার নিয়ে উক্তি, বিবেকের মূল্যবোধ নিয়ে বাণী, এবং মানুষের বিবেক কত রকমের পরিবর্তন হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। চলুন জানা যাক – 

পৃথিবীতে তুলনা করলে চোখের পানির মতো পবিত্র আর কিছুই নেই! চোখের পানি ফেলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করলে; চোখের জলের স্পর্শে সকল গ্লানি, মলিনতা এবং দুঃখ কষ্ট মুছে যায়। 

বিবেক নিয়ে উক্তি

অধিকাংশ সময়ই মানুষের বিবেকের চাইতে আবেগটাই বেশি কাজ করে। কিন্তু দিন শেষে বিবেকের সিদ্ধান্তই মানুষের জীবনে প্রতিফলন ঘটায়।

বিবেক নিয়ে উক্তি, বিবেকের ব্যবহার পরিবর্তন নিয়ে বাণী
বিবেক নিয়ে উক্তি, বিবেকের ব্যবহার পরিবর্তন নিয়ে বাণী

বিবেকের রহস্য সর্বদাই সৌন্দর্যের সৃষ্টি করে। আর বিবেক হীনতার রহস্য কৌতূহলের জন্ম দেয়। 

ইতিবাচক চিন্তাভাবনা না করেই বিবেকহীনভাবে মানুষ বেশিরভাগ অপরাধ করে থাকে। অথচ গুণীজন বলে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালতে হচ্ছে মানুষের বিবেক। আমরা যদি বিবেকের মাধ্যমে চিন্তা করে যে কোন উদ্যোগ নেই, সেটা কখনোই অমঙ্গলকর হতে পারে না।

আপনার মন যা চাইবে, তা হুট করেই করবেন না। বরং বিবেকের কথা ভাবুন,  ভালোমতো চিন্তা করুন, তারপর কাজটি করার উদ্যোগ নিন।

 মনে রাখবেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজী নজরুল ইসলামের উক্তিটি আমাদের বিবেককে সারা জাগানোর মত একটি উক্তি। এটির বাস্তবতা প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠ।

যে যাই বলুক না কেন! যখন কেউ কারো প্রেমে পড়ে, তখন সে দুনিয়ার সকল বিবেক ও লজিক থেকে নিজের অজান্তেই বেরিয়ে আসে। কারণ প্রেম-ভালোবাসা, মায়া, মহাব্বত এসবের মাঝে যুক্তির কোন জায়গা নেই। এখানে শুধুই আবেগের লীলা খেলা চলে।

উপোস থাকলেই যদি সৃষ্টিকর্তা খুশি থাকতেন; তাহলে বহুদিন অনাহারে থাকা ভিখারীরা পৃথিবীর সবচাইতে বেশি ভাল ভাগ্যবান থাকতেন।

পাখি জীবন্ত অবস্থায় পিপড়া কে খায়; আর পাখিটি মারা গেলে পিঁপড়ায় তাকে খায়। সুতরাং সবকিছুর শুরু এবং শেষ আছে,  বিবেকের চক্ষুর আড়ালে আবেগকে কখনোই প্রতারিত করবেন না। 

মনে রাখবেন: সময় আর পরিস্থিতি যে কোন সময়ই বদলাতে পারে। তাই অন্যের অধিকার হরণ করার প্রয়াস বন্ধ করুন। নতুবা একদিন সেই আপনার অধিকার হরণ করে নিয়ে যাবে। একটু বিবেক দিয়ে ভাবুন, বিষয়টা সত্যি বললাম কিনা। 

বিবেকের মূল্যবোধ নিয়ে উক্তি

আমাদের জীবন এতটাই ক্ষণস্থায়ী, যে মাঝে মাঝে অসুন্দর জিনিসগুলো অনেক বেশি সুন্দর মনে হয়।  মানুষের ভাগ্যে বেশিদিন ভালোবাসা সয়না বলেই,  ভালোবাসার জন্য মানুষের হৃদয়ে যত হাহাকার…।

মনে রাখবা, তুমি এই ধরণীতে যতই মহৎ হও না কেন, যতটাই মহান হয়ে উঠনা কেন: প্রকৃতি তোমাকে কখনোই একনিষ্ঠ ভাবে মহান হতে দিবে না। চিন্তা করে দেখো: আল্লাহ তাআলা কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু সৌন্দর্য রূপ দেয়নি। বরং রুপ সৌন্দর্য দিল ময়ূরকে, তবে ময়ূরের ইচ্ছা ও কন্ঠ কেড়ে নিয়েছে। আবার ইচ্ছা দিল মানুষকে, কিন্তু মানুষের আত্মতৃপ্তি ও সন্তুষ্টি কেড়ে নিয়েছে। এদিকে আবার সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। তাই সৃষ্টিকর্তা মহান আল্লাহর উপর কাউকে মহান ভাববেন না। এই পৃথিবীতে শুধুমাত্র একজনই সর্বোৎকৃষ্ট মহান: তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন। 

আসলে পৃথিবীর কোন সৌন্দর্যের যথার্থতা শুধুমাত্র কাগজ-কলমে ব্যাখ্যা করা সম্ভব নয়। কেবলমাত্র সৌন্দর্যের মুখোমুখি দাঁড়ালেই আপনি তা অনুধাবন করতে পারবেন।

অতি কাছে আসাটাও দূরত্বের সৃষ্টি করে! তাই প্রিয়জনদের কাছ থেকে মাঝেমধ্যে দূরে থাকাই ভালো। মনে রাখবেন সম্পর্ক স্থির নয় বরং পরিবর্তনশীল…।

 বিবেক ও বুদ্ধিহীন রা সর্বদা তর্কবাজ হয়ে থাকে! এরা নিজের বুদ্ধির অভাবে,  পরাজয়কে তর্ক দিয়ে ঢাকতে চায়।

মানুষের বিবেক পরিবর্তন নিয়ে উক্তি

মনে রাখবে: তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। তুমি যদি কারো হৃদয়কে উচ্ছসিত করতে পারো, সে তোমাকে পছন্দ করতে শুরু করবে।

পায়ের আলতা খুবি সুন্দর। তবে আলতাকেও সর্বদা পায়ের গোড়ালির নিচেই পড়ে থাকতে হয়,  এর উপরে সে উঠতে পারে না। হয়তোবা উঠলেও আলতার প্রকৃত সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই সবসময় আপনার বিবেককে নিচু রাখুন, অহংকারকে নিজের ভিতর স্থান দিবেন না। 

কখনো কাউকে অপমান করবেন না, কাউকে দুর্বল ভাববেন না। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার চাইতেও বেশি শক্তিশালী। 

মানুষ পৃথিবীতে সাধারণত তিনটা জিনিস নিয়ে বেশি পরিশ্রম করে: ১) নিজের নাম বিখ্যাত হোক, ২) নিচের পোশাক পরিচ্ছেদ বস্ত্র সুন্দর হোক, ৩) নিজের বাসস্থান নিরাপদ ও সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাবার পর: সর্বপ্রথম এই তিনটি জিনিস ই পরিবর্তন করে দেয়। 

আমাদের ধর্মীয় উপাসনালয় মন্দির মসজিদ কি অপূর্ব একটি জায়গা: এখানে গরীব অসহায়রা বাইরে ভিক্ষা চায়, আর ধনী বৃত্তশালীরা ভিতরে ভিক্ষা চায়। কেউ দোয়া ভিক্ষা চায়, কেউ নির্বাচনের ভোট চায়,  কেউ ক্ষমা চায়, কেউ দুর্বিষহ জীবন নিয়ে বেঁচে থাকার জন্য অন্তত দু মুঠো ভাত খাওয়ার পয়সা জোগাড়ের জন্য ভিক্ষা চায়। 

বিবেকের ব্যবহার নিয়ে উক্তি

জানো? হৃদয়ের গভীরে যার বসবাস থাকে, তাকে সবকিছু খুলে বলতে হয় না। বরং অল্প কিছু বললেই সে বাকিটা বুঝে নেওয়ার চেষ্টা, এমনকি বুঝেও নাই।

মানুষের হৃদয় ঠিক আয়নার মতোই। আপনি যদি সে আয়নার ভালোবাসার আলো ফেলেন, সেটা আপনার দিকে ফিরে আসবে। আর যদি আয়নার সামনে কুচ্ছিত অন্ধকার তুলে ধরেন, তা আপনাকেও অন্ধকারাচ্ছন্ন করে দিবে।

অতীতের স্মৃতিগুলো সুখ কিংবা দুঃখের যাই হোক না কেন,  সব সময়ই সবার কাছে কষ্ট বেদনার কথা ছড়াতে হয় না। ছড়াতে হয় আনন্দ ও সুখময় স্মৃতির কথা, কারন কেউ আপনার দুঃখের কথা শুনে বিরক্ত হইতে চাইবে না।

আমাদের বিবেকের অবস্থায় এমন যে, দুঃখ ভুলে যাওয়া কঠিন। তবে আপনি জানেন কি সুখময় স্মৃতিগুলো ভুলে যাওয়া তার চাইতে বেশি কঠিন!

কাউকে উপকার করার পর: “ করেছি” বলার চাইতে তাকে সাহায্য না করাই উত্তম। 

সম্পর্কের মাঝে নিজেদের সমস্যার সমাধান করতে অনেক সময় চুপ থাকলেই হয়। চুপ থাকাটা খুবই সহজ একটি কৌশল। 

সর্বদা সৎ থাকুন, সত্যের পথ অবলম্বন করুন, বিবেক দিয়ে কাজ করুন। অবশ্যই আপনি সুখী হবেন…।

নোংরা বিবেক নিয়ে উক্তি

বিদঘুটে ও নোংরা বিবেকের মানুষের কাছ থেকে সর্বদা দূরে থাকুন। কারণ কোন এক সময় এরাই আপনার ধ্বংসের কারণ হয়ে উঠবে।

যারা ছলনা, ঠকবাজি ও প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। তাদের বিবেক নোংরা ও ময়লা কাদায় আবর্জনার মত হয়ে গেছে। এ ধরনের নেতিবাচক মানুষজনের কাছ থেকে সর্বদা ১০০ হাত দূরে থাকুন।

বিশ্বাস করতে শিখো বন্ধু!  অতি সুন্দর কোন কিছুই পৃথিবীতে দীর্ঘস্থায়ী হয় না! সৎ ও আদর্শবান ব্যাক্তিরাও পৃথিবীতে বেশি দিন বাঁচে না, বলতে পারো শুধু স্বল্প আয়ু ও ক্ষণিকের জীবন নিয়ে তারা পৃথিবীতে এসেছিল আবার চলে যাবে পরম সৃষ্টি কর্তার কাছে। 

সুন্দর ও আনন্দদায়ক স্বপ্নগুলো অধিকাংশ সময় আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কেননা বাস্তবতা যতই মধুর হোক না কেন স্বপ্নের মত অতটা সুন্দর হয় না। 

আপনি যা স্বপ্ন দেখছেন এবং চিন্তা ভাবনা করছেন, সেটা যে বাস্তবে রূপান্তর হতেই হবে এমন কোন কথা নয়। এটা বিবেকের কথা হতে পারে না। বরং আপনি যা স্বপ্ন দেখছেন তা বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়াটাই প্রকৃত বিবেকের কাজ।

না চাইতেই যা কিছু পাওয়া যায়, তা অধিকাংশ সময়ে মূল্যহীন হয়ে যায়। এজন্য কাউকে আগ বাড়িয়ে কিছু দিতে যাবেন না। 

কারো সাথে ওয়াদা করার আগে একটু হলেও বিবেক দিয়ে ভাবা উচিত!  কারণ মিথ্যা প্রতিজ্ঞা করে হাসানোর চেয়ে সত্য কথা বলে কাঁদানো অনেকটাই উত্তম। অন্তত আপনার বিপরীত পাশের মানুষটা সত্য বলার কারণে কখনো আপনার কাছে ঠকবে না। 

কখনো অহংকার করবেন না, মনে রাখবেন আপনিও আমার মত মাটির মানুষ। সৃষ্টিকর্তা মহান প্রভু আপনার আমার মত কত মানুষকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে!! তা একবার হলেও ভেবে দেখুন।

সম্পর্কিত কোটস: ক্ষমতার অপব্যবহার নিয়ে উক্তি, ক্ষমতা নিয়ে ইসলামিক উক্তি (Khomotar Opobebohar Niye Ukti)

সর্বশেষ বিবেক নিয়ে উক্তি হিসেবে এতোটুকুই বলবো: একটি বৃক্ষ থেকে লক্ষাধিক দিয়াশলাইয়ের কাঠি বানানো সম্ভব। কিন্তু একটি দিয়াশলাইয়ের (ম্যাচের) কাঠি বিশাল আকৃতির এই বৃক্ষ কে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিতে সক্ষম। তাই জীবনের যা কিছু করবেন; বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেই উদ্যোগ নিবেন। নতুবা পরে হয়তো আপনি নিজের ধ্বংস হওয়াকে ঠেকাতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button