বিচ্ছেদ নিয়ে উক্তি। সম্পর্ক নষ্ট, অপূর্ণতা নিয়ে বাস্তব কথা (Bicched Niye Ukti)
প্রেম, ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ এগুলো আমাদের জীবনেরই একটি অংশ। আপনি যদি সম্পর্কের ব্যর্থায় ব্যথিত থাকেন, তাহলে বিচ্ছেদ নিয়ে উক্তি ও সম্পর্ক নষ্ট নিয়ে বিরহগাঁথা মূল্যবান কথাগুলো আপনার জন্যই। চলুন, জানি –
একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায়। তখন অন্যজন বড্ড অসহায় হয়ে পড়ে। একবার বিচ্ছেদ হয়ে গেলে অধিকাংশ সময়েই চাইলেই আর অতীতের মত কিছু করা যায় না। বাস্তবতার কাছে হার মেনে নিতে হয়।
প্রিয়া! যাকে তুমি অবহেলা বলেছিলে, তা ছিল শুধুই তোমার দেওয়া কষ্টগুলো লুকানোর অভিনয়।
আমাকে ভালোবাসার আগে তোমার ভাবা উচিত ছিল যে, দূরত্ব কখনো কোন সম্পর্ককে আলাদা করতে পারে না। সময় কখনো সম্পর্ক তৈরি করে দিতে পারে না। আমার প্রতি যদি তোমার মনের অনুভূতিটা ঠিকঠাক থাকতো, তাহলে কোন অজুহাত না দেখিয়ে হাজারটা চলে যাওয়ার কারণ থাকা সত্ত্বেও একটা কারণ দেখিয়ে সারাটা জীবন আমার সাথেই থেকে যেতে।
বিচ্ছেদ নিয়ে উক্তি
তোমার তুচ্ছতার কাছে যদিও বন্দী ছিলাম, তবুও কোনদিন বলতে পারবেনা যে কখনো তোমায় অবহেলা করেছি। আর সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে…।
যে মানুষটা সম্পর্ক ভেঙ্গে চলে যায়, সে হয়তো বুঝতেও পারে না অপর মানুষটাকে সে কতটা আঘাত দিয়ে চলে গেল…।
যদি এভাবেই আমাকে মাঝপথে ফেলে তুমি দূরে চলে যেতে চাচ্ছো, তাহলে সারাটি জীবন একসাথে পথ চলার প্রতিজ্ঞা করেছিলে কেন?
চলে যাওয়া মানেই প্রস্থান নয়, বিচ্ছেদ নয়! চলে যাওয়াটাই মানে: বন্ধন ছিন্ন করে অর্ধ রজনীর মত হয়ে যাওয়া নয়।
কখনো যদি আপনার পছন্দের মানুষটা বলে ফেলে: “ আমার চেয়ে ভালো কাউকে পাবে” তাহলে বুঝে নিবেন এই বাক্যের অর্থ হচ্ছেঃ সে আপনার চেয়ে ভালো কাউকে পেয়ে গেছে। তাই এখন আপনার জীবন থেকে দূরে সরে যেতে চাইছে।
কি এমন দোষ ছিল আমার? যাতে ভাগ্য আমায় বদলে দিলো; আর এই আমি শত্রু হলাম তোমার??
তুমি আমার সাথে আজ প্রতারণা করলে ঠিকই। কিন্তু কখনো যদি আমার কথা তোমার খুব করে মনে পড়ে, সেদিন তোমার স্মৃতি শক্তি তোমার সাথে প্রতারণা করবে না; এটা মনে রাখিও।
অপ্রাপ্তি নিয়ে উক্তি
আর যদি বুঝতাম জীবন তো এমনিতেই কেটে যেত আমার। এখন আফসোস হয়, কেন যে তোমার সাথে মিলতে গেলাম, আর একসাথে হাটার স্বপ্ন দেখলাম!
আমি ছোট থেকেই অংকে খুবই কাঁচা। দেখো প্রেমের ক্ষেত্রেও, আমাদের সম্পর্কের মাঝে কষ্টগুলোকে কখনো দুই ভাগে ভাগ করতে পারেনি। হিসাব মিলেতে পারিনি যে, এই সম্পর্কের মাঝে বিরহ ও কষ্টগুলো শুধু আমার একার নয় বরং তোমাকেও বহন করতে হবে।
এই সেই তুমি! যাকে যখন ইচ্ছা তখনই ফোন দেওয়া যেত, যখন তখন যেখানে ইচ্ছা দেখা করা যেতো। এখন সেই অধিকারটুকু তোমার প্রতি আর নেই, সেই সুযোগটুকু আর হবে না। কারণ এখন থেকে তুমি শুধুই আমার প্রাক্তন…।
কারণে অকারণে তোমার উপর কখনোই মান অভিমান করতে পারিনি, কারণ আমি জানতাম তুমি সেই অভিমানকে ভালোবাসার ছোঁয়ায় ভাঙ্গাবে না। হয়তোবা মাঝেমধ্যে ঝগড়া করা যেত, এখন আর সেটাও সম্ভব নয়। কারণ তুমি হয়তো এখন অন্য আরেকটা কাউকে নিয়ে ব্যস্ত…। আমি শুধুই একাই রয়ে গেলাম… বিচ্ছেদ। হায় বিরহ গাঁথা প্রেম…।
সম্পর্ক নষ্ট নিয়ে উক্তি
যেকোনো সম্পর্কের মাঝে ফাটল ধরায়, অন্য কোন তৃতীয় ব্যক্তি। যার ফলে বিচ্ছেদের গ্লানিতে ভোগে প্রেমিক যুগল।
বিচ্ছেদের সামনে প্রেম ভালোবাসার আবেগগুলো শুধুই এক কৃত্রিম পরিস্থিতি।
কারো মন ভাঙ্গার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে, একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর মানুষ কতটা কষ্ট পায়, তা এখন তুমি বুঝবে না। কিন্তু ঠিকই একটা সময় তোমার জীবনে কালো অধ্যায় হয়ে আসবে যখন আমার মন ভাঙ্গার প্রতিটি মুহূর্তকে তুমি হাড়ে হাড়ে টের পাবে।
সম্পর্ক নষ্ট করার কারণে আমি যতটা কষ্ট পেয়েছি, তার চাইতেও বেশি কষ্ট হচ্ছে তোমার উপর আমার অধিকার হারিয়ে ফেলার কারণে। কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে রাখেনা, বরং প্রিয় মানুষটার সাথে সমস্ত অধিকারটুকু কেড়ে নিয়ে যায়। আমার তো বেশি চাওয়া পাওয়া ছিল না, শুধু তোমার উপর আমার ভালোবাসার অধিকারটুকু চেয়েছিলাম, যাতে তোমায় সারা জীবন নিজের মত করে পাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপালে এত সুখ আর হয়ে উঠলো না…।
যেই মানুষটার সাথে নিয়মিত কথা হতো, ফোন আলাপ হতো, দুষ্টুমি হত, এখন থেকে নিয়ম করে আর তার সাথে কথা বলা হবে না। হয়তো দীর্ঘ সময়ের জন্য, অথবা চিরতরের জন্যই।
তোমার সাথে সম্পর্ক গড়ার আগে আমার মনে ছিল না, তুমি সত্যিই একটা স্বার্থবাদী। কারণ স্বার্থবাদীরা নিজের স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে। ভুলে গিয়েছিলাম যে কোন সময় তুমি তোমার রূপের রঙিনতা বদলাতে পারো। তুমি আমার জীবনে শুধুই ছদ্দবেশে প্রেমিক/প্রেমিকা ছিলে।
আসলে যারা কোন স্বার্থ ছাড়াই বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বট বৃক্ষের মতো সব সময় ভালোবাসার ছায়া দিয়েই যায়।
অপূর্ণতা নিয়ে উক্তি
জানো প্রিয়? ব্রেকআপের পরে আমরা শুধুই স্মৃতিগুলো মিস করি। অবশ্য আমরা ভুল করে মনে করি যে, ব্রেকআপ হয় বিয়ের আগে এবং বিবাহ বিচ্ছেদ হয় বিয়ের পরে।
প্রথমটা এবং মিথ্যা বলা কোন লড়াই নয়, এগুলি শুধুই ব্রেকআপের অন্যতম একটি কারণ।
আমি তোমার হৃদয় ভাঙ্গিনি প্রিয়, বরং তুমি এটি ভেঙে দিয়েছো। সেই সাথে আমার হৃদয় থেকে তুমি ভেঙ্গে চুরমার করে দিয়েছো। তোমাকে নিয়ে যে বুকভরা আশা ও শত রকমের স্বপ্ন গুনতাম, তা তুমি মিথ্যা প্রমাণ করে দিলে। হয়তোবা আমি তোমার যোগ্য নই, অথবা তুমি আমার ভালোবাসা প্রাপ্তিটি সন্তুষ্ট নয়। ভালো থেকো প্রিয়…।
ফিরিয়ে দেওয়া প্রেমীদের দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, তবে অন্য কারো সাথে। কারণ আমরা যখন একসাথে ছিলাম তখন আমি তার প্রেমেই পড়েছিলাম; তো এবার তুমি বলো কিভাবে আমার এ হৃদয়ের জাল থেকে তোমায় করে ফেলব? তোমার মায়ায় তো আমি নিজেই আটকে ছিলাম।
আমি তোমার কাছ থেকে কখনো বিদায় নেইনি বা তোমাকেও বিদায় জানায়নি। তুমি আমাদের বিচ্ছেদের বাধ্য কত কারণ হয়ে দাঁড়ালে।
প্রেম বিরহ বিচ্ছেদ এগুলো জীবনেরই একটি অংশ। তাই তোমার চলে যাওয়াটা স্বাভাবিকভাবেই নিলাম। যেখানেই থাকো সুখী হও, ভালো থেকো। ক্লান্ত অবসান যেন তোমায় কখনো ছুঁতে না পেরে। কারো প্রতি যেন আর বিরক্ত তুমি না হয়ে তার থেকেও চলে না যাও…।
খুব সহজে আপন করে নেওয়া মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়।
একটা সম্পর্ক তখনই সুন্দর হয়, মধুর হয়ঃ যখন একজন ভুল করলে অন্যজন মৃদু হাসি দিয়ে বলে; এমনটা আর করা যাবে না প্রিয়!
সম্পর্কে বিচ্ছেদ নিয়ে কিছু কথা
চলে যেতে চাচ্ছো; যাও। কখনো যদি খোঁজ নিতে আসো, ফের খালি হাতেই আসিও। কারণ একা মানুষ আমার কিবা লাগবে বলো? তবে হ্যাঁ তোমার অপেক্ষায় থাকবো চিরকাল…।
এই এক জীবনে এমন অনেক মানুষ আছে যাদেরকে ছেড়ে কখনো থাকা যায় না। তবুও সময়ের বিবর্তনে বিচ্ছেদ টাকে বন্ধুসুলভ করে নিতে হয়।
প্রেমের বিচ্ছেদ নিয়ে অভাবনীয় উক্তি
তেলের প্রদীপ নিভে গেলে ধোঁয়া উঠে উপরে, আর জীবন প্রদীপ নিভে গেলে ঢেকে যায় কাফনে।
সম্পর্কের মাঝে বিচ্ছেদ হঠাৎ করেই হওয়া ভাল। কারণ প্রেম বিচ্ছেদের চেয়েও আরও শক্তিশালী। তবে শেষে এটি বেশি স্থায়ী হয়।
হয়তো চরম সত্যের কাছে একদিন সবাইকেই নত হতে হয়; ক্ষণিক সময়ের এই জীবনটা সত্যিই অনেক সুন্দর। আকাশ বাতাস, পাহাড়-পর্বত, সমুদ্র নদী নালা প্রকৃতির সবই সুন্দর। আর প্রকৃত সুন্দর বিষয়টা হলো: আমার এই বেঁচে থাকাটা। হয়তো তোমাকে নিয়ে, অথবা একাই।
শুধু তুমার জন্য প্রিয়! বিবেক নিয়ে উক্তি, বিবেকের ব্যবহার পরিবর্তন নিয়ে বাণী (Bibek Niye Ukti)।
তবুও কি আজীবন আমরা সবাই বেঁচে থাকতে পারবো? প্রত্যেকৃত বিদায়ের সানাই বেজে উঠবে একসময়; চারপায়া পালকি এসে বিদায় জানিয়ে সবাই চলে আসবে সেই অন্ধকার ঘরে একাই রেখে। তো এখন থেকেই তুমি আমাকে যদি একা থাকার অভ্যাস গড়ার জন্য, আমাকে ছেড়ে চলে যাও; তাতে আমি তোমাকে কিছুই বলবো না।
মনে রেখো, তোমার আমার বিচ্ছেদ নিয়ে উক্তি করার শেষ কথাটুকু বলতে চাই: তুমি চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা জুড়ে।